বাঙ্গালীর একুশে


একটা সময় ছিল যখন মানুষ 
রাজনীতির জন্য জীবন দিত

রাজনীতির কথা শুনতে এখন আর জনগণের কোন গরজ নেই। গর্ব নেই রাজনৈতিক নেতাদের নিয়েও। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ রাজনীতির জন্য জীবন দিত। ঝাপিয়ে পড়তো রাজনৈতিক নেতাদের নির্দেশে। মনের মধ্যে অবশ্যই একটা প্রশ্নের উদয় হয় কেন ? রাজনীতি কি এই ডিজিটালের যুগে আমাদের সাথে বেজাল (বেঈমানী) শুরু করছে ? এমন জিজ্ঞাসাই আজ সাধারণ মানুষের মাঝে। এই জিজ্ঞাসার উত্তর উত্তর খুঁজা-খুঁজি করছে আজ তরুন প্রজন্ম। অবশ্যই সঠিক উত্তরের সন্ধানে বাঙ্গলীর একুশে প্রয়োজনে পাড়ি দিবে অনেক দূরের পথ। সাথে থাকুন নিজেদের সৃজনশীল মতামত স্বাধীনভাবে প্রকাশ করুন। তবে নিশ্চিত থাকুন অবহেলীত, অধিকার বঞ্জিত, খেটে খাওয়া শোষন-বঞ্জনা-লাঞ্ছনার শিকার মানুষের পৃথিবীতে ঠিকে থাকার চুড়ান্ত আত্ম তাগিদ আর নতুন প্রজন্মের  সৃজনশীল মেধার উদ্ভাবনী প্রযুক্তির বাস্তব ব্যবহারিক প্রতিযোগীতার প্রয়োগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতেই হবে নতুন দিনের তথা- তথ্য প্রযুক্তি যুগের  রাজনীতি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন